শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছাত্রলীগের অপকর্মে শেখ হাসিনার সাফল্য ম্লান

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৫, ২০১৬

ডেস্ক রিপোর্ট: ছাত্রলীগের নানা অপকর্মের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য ও নানা অর্জন ম্লান হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ মেয়র এ মন্তব্য করেন।DSC_2682
চট্টগ্রামের একটি জাতীয় দৈনিকের ফটো সাংবাদিকের ওপর হামলাকারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ছাত্রলীগের সভাপতিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, প্রেসক্লাব সভাপতি কলিম সরোয়ার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি শহীদ উল আলম বক্তব্য দেন।
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, সাংবাদিকের ওপর হামলাকারী যতই শক্তিশালী হোক না কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। তিনি কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না বলে মন্তব্য করেন।দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন মেয়র।

আর পড়তে পারেন