মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জামালপুরের নতুন জেলা প্রশাসক হলেন কুমিল্লার সন্তান এনামুল হক

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৫, ২০১৯
news-image

স্টাফ রিপোর্টারঃ

জামালপুরের নতুন জেলা প্রশাসক হলেন কুমিল্লার সন্তান এনামুল হক। এনামুল হকের বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামে।

পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) মোহাম্মদ এনামুল হককে জামালপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

জামালপুরের নিয়োগ পাওয়া নতুন ডিসি এনামুল হক  বলেন, নতুন ডিসি হিসেবে জামালপুরে দায়িত্ব পেয়েছি। সবাই দোয়া করবেন সঠিকভাবে যেন দায়িত্ব পালন করতে পারি।

জেলা প্রশাসনের খাস কমারায় একটি ভিডিও কেলেঙ্কারির ঘটনায় জামালপুর জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ কবীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার।

আর পড়তে পারেন