দাউদকান্দিতে নিজ বাসা থেকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের মরদেহ উদ্ধার
দাউদকান্দি প্রতিনিধিঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মঞ্জুরুল আলম (৪০) নামে এক ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৯আগষ্ট) সকাল সাড়ে নয়টায় গৌরীপুর এলাকার আঙ্গাউড়া গ্রামের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মঞ্জুরুল আলম বগুড়া সদর উপজেলার শেওগাড়ি গ্রামের মনোয়ার হোসেনর ছেলে। তিনি এভারেস্ট ফার্মাসিটিক্যাল কোম্পানিতে চাকরি করতেন।
মঞ্জুরুলের স্ত্রী মনিসা আক্তার যুথি বলেন, রাতে ঘুমানোর আগে টাকার বিষয় নিয়ে কার সাথে যেন কথা বলেছে জানিনা। সকালে উঠে দেখি পাশের রুমে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। সে এতো চাপা স্বভাবের ছিল যে কোন কিছুই আমার সাথে বা পরিবারের কারো সাথেই শেয়ার করতো না।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম জানান, মঞ্জুরুল আলম একটি ঔষধ কোম্পানির প্রতিনিধির কাজ করতেন। স্বামী-স্ত্রী ও সাত বছরের ছেলেসহ আঙ্গাউড়া গ্রামের মৃত হক মেম্বারের বাড়িতে ভাড়া থাকতেন। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।