দাউদকান্দিতে প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের অভিযোগ, সালিশ বৈঠক থেকে ধর্ষকের পলায়ন
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এক প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। প্রতিবন্ধি কিশোরী ধর্ষণের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় চেয়ারম্যান অভিযুক্ত ধর্ষককে নিয়ে সালিশ বৈঠকে বসলে এক ফাঁকে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে দাউদকান্দি উপজেলার জিংলাতুলি ইউনিয়নের গোপচর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রতিবন্ধি অন্তঃসত্ত্বা কিশোরী জানান, সাত মাস পূর্বে আমার মা-বাবা বাড়িতে না থাকায় প্রতিবেশী ফুলমিয়ার ছেলে রাসেল(২০) ঘরে ঢুকে দরজা বন্ধ করে আমার সাথে জোরপূর্বক খারাপ কাজ করে । আমি চিৎকার দিতে চাইলে আমার মুখ চেপে ধরে এবং এঘটনা কাউকে বললে ছুরি দেখিয়ে ভয় দেখায়।
প্রতিবন্ধি মেয়েটির মা জানায়, আমার মেয়েটি শারিরীক পঙ্গু। সে কোথাও যেতে পারে না। কয়েকদিন আগে আমার মেয়ে বমি করলে গ্যাস্ট্রিক মনে করে ঔষুধ খাওয়াই। কিন্তু কোন কাজ হয়না। আস্তে আস্তে তাঁর পেট ফুলা দেখতে পেয়ে গৌরিপুর মেডিনোভা হাসপাতালে নিয়ে গেলে জানতে পারি আমার মেয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা। মেয়েকে চাপ দেয়ায় রাসেলের নাম বলেছে। চেয়ারম্যানকে জানানোর পর বড় স্যারকে ( উপজেলা নির্বাহী কর্মকর্তা) নিয়ে বাড়িতে আসে। রাসেল ও তাঁর বাপ-মাকে নিয়ে আমাদের উঠানে বসে কাজী ডেকে আনে। পরে রাসেল(ধর্ষক) পালিয়ে গেলে থানায় মামলা করার কথা বলে স্যারেরাও চলে যায়।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম খান ও জিংলাতুলি ইউপি চেয়ারম্যান আলমগীর মোল্লা জানান, খবর পেয়ে ভিকটিমের বাড়িতে গিয়ে মেয়েটির মেডিকেল রিপোর্টে যা দেখলাম, তাতে মেয়েটি সাত মাসের অন্তঃসত্ত্বা। মেয়েটিকে জিজ্ঞাসা করলে রাসেল নামে একটি ছেলের কথা বলে। পরবর্তীতে জানতে পারলাম একই উঠানে তাদের বাড়ি। যেহেতু ছেলে মেয়ে দু’জনই অবিবাহিত তাই এলাকাবাসীর অনুরোধে উভয় পরিবারকে নিয়ে বিয়ের আলোচনা চলার এক ফাকে ছেলে পালিয়ে যায়। মেয়ের পরিবারকে থানায় অভিযোগ দায়ের করা এবং সর্বাত্মক আইনী সহযোগিতা করা হবে।