দুবাই পালাচ্ছেন কুমিল্লার কোন রাজনীতিবিদের আত্মীয় ?

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার গৌরীপুরে চাঞ্চল্যকর যুবলীগ নেতা জামাল হোসেন হত্যাকান্ডের পর বেশ কয়েকজন আসামি গোপনে বিদেশে পাড়ি দিয়েছেন। আবার অনেকে এ হত্যাকান্ডে জড়িয়ে যাওয়ার ভয়ে বা পূর্ব আভাস পেয়ে, কিংবা অন্য কোন কারণে নিজেকে বাঁচানোর জন্য বিদেশে পালানোর চেষ্টা করছে অনেকে । তেমনি দেবিদ্বারের এক জনপ্রতিনিধির ভাই গোপনে দুবাই পালিয়ে যাচ্ছে বলে বিভিন্ন সূত্র দাবি করছে। এছাড়া দেবিদ্বার, দাউদকান্দি, তিতাসের আরো অনেকে পালানোর চেষ্টায় রয়েছেন।
বুধবার (১০ মে) দুপুর সোয়া ২ টায় এ রিপোর্ট লেখার সময়ে দেবিদ্বারের এক জনপ্রতিনিধির আত্মীয় ঢাকা এয়ারপোর্টে অবস্থান করছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন সূত্র জানায়। সে দুবাই চলে যাচ্ছে বলে স্থানীয় বিভিন্ন সূত্র দাবি করে।
জামাল হত্যাকান্ডে ব্যবহার করা তিনটি দামি অস্ত্র উদ্ধার করেছে কুমিল্লা ডিবি পুলিশ। এ সময় এ ঘটনায় দেবিদ্বারের বরকামতা ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারি মাজহারুল ইসলাম সৈকতকে অস্ত্রগুলোসহ গ্রেফতার করা হয়।
এসব দামি অস্ত্র একজন ইউনিয়ন ছাত্রলীগের নেতার কাছে হত্যাকারিরা রেখে গেছে। তবে এসব দামি অস্ত্রের যোগানদাতা কে ? তা আইনশৃংখলা বাহিনী এখনো খুঁজে বের করতে পারেনি।
কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান জানান, অস্ত্রের যোগানদাতাদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। আশা করি অচিরেই তা বের হবে।