দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেল আরও ৩৪ জনের

স্টাফ রিপোর্টারঃ
প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে আরও ২ হাজার ৬৪৪ জন। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৭৪ হাজার ৫২৫ জনে।
আজ করোনা প্রাণ কেড়ে নিয়েছে আরও ৩৪ জনের। তাদের মধ্যে পুরুষ ২৪ জন এবং নারী ১০ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেল মোট ৩ হাজার ৬২৫ জনের।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ১ হাজার ১২ জন। সব মিলিয়ে সুস্থ্য হয়েছে এক লাখ ৫৭ হাজার ৬৩৫ জন।
শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
এছাড়াও গত ২৪ ঘন্টায় ১২ হাজার ৮০০ টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৮৯১টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৩ লাখ ৪১ হাজার ৬৪৮টি।