ধর্ষণের মামলা থেকে মুক্তি পেলেন কিলিয়ান এমবাপে
ধর্ষণের মামলা থেকে মুক্তি পেলেন কিলিয়ান এমবাপে
গত অক্টোবরে সুইডেনের স্টকহোমে দুই দিনের সফরে গিয়েছিলেন কিলিয়ান এমবাপে। তবে সেই সফরটি তার জন্য অনাকাঙ্ক্ষিত এক বিতর্কের জন্ম দেয়। স্টকহোমের একটি ঘটনায় ধর্ষণের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ ওঠে। তবে শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে যে অভিযোগটি ভিত্তিহীন।
এমবাপের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরপরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। কিন্তু তার সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে তদন্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে প্রধান তদন্ত কর্মকর্তা মারিনা সিরাকোভা জানান, সুইডিশ রাজধানীর একটি হোটেলে ঘটে যাওয়া ঘটনাটির বিষয়ে তদন্তের জন্য যথেষ্ট তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।
সিরাকোভা বলেন, “তদন্ত চলার সময় একজন সুপরিচিত ব্যক্তিকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দুটি ঘটনায় সন্দেহের তালিকায় রাখা হয়েছিল। তবে আমার মূল্যায়ন হচ্ছে, তদন্ত চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত প্রমাণ আমাদের হাতে নেই। তাই এই তদন্ত বন্ধ করা হলো।”