শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নবীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১, ২০১৮
news-image

মোঃ দেলোয়ার হোসেন, নবীনগর:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভিটিবিশারা গ্রামে মায়ের সাথে মামার বাড়ি বেড়াতে এসে ফাহিম(৪) নামের এক শিশুর মৃত্যু হয়। সে পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার ইমামনগর গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে। শুক্রবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার ভিটিবিশারা গ্রামে মায়ের সাথে মামার বাড়ি বেড়াতে এসে আনন্দবাজার সংলগ্ন তিতাস নদী পারাপারের জন্য নৌকায় ওঠে ফাহিম। নদী পরাপারের সময় অসাবধানতাবসত নৌকা থেকে ছিঁটকে পড়ে যায় ফাহিম। স্থানীয়দের ঘন্টা ব্যাপী খোঁজাখোঁজির পর মৃত অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়।

আর পড়তে পারেন