বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হোমনা উপজেলা আ’লীগের সম্মেলনের পূর্বেই বিভিন্ন ইউনিয়নের কমিটি নিয়ে নানা অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৯, ২০২২
news-image

 

স্টাফ রিপোর্টার:

আগামীকাল ১০ ডিসেম্বর হোমনা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন । সম্মেলনের পূর্বে বিভিন্ন ইউনিয়ন আ’লীগের ঘোষিত কমিটি নিয়ে নানা বির্তক-অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে সমালোচনার ঝড়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া বিভিন্ন তথ্য ও ভিডিওতে প্রাপ্ত তথ্যে পাওয়া যায়- উপজেলার দুলালপুর, ঘাগুটিয়া, ঘাড়মোরা, জয়পুর ও নিলখি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে ঘোষিত কমিটিগুলোর স্থগিতাদেশ চেয়ে লিখিত অভিযোগ, কাউন্সিলরদের তীব্র প্রতিবাদ, আপত্তি, হামলা-সংঘর্ষ চলছে। কালো টাকার বিনিময়ে কমিটিগুলো ঘোষণা করেছেন এমন সব গুরুতর অভিযোগ-বিতর্কের মধ্যে দিয়ে আগামীকাল হোমনা উপজেলা আওয়ামী লীগের বহু কাঙ্ক্ষিত ত্রি বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে ।

এসব ইউনিয়নের ত্যাগী নেতাকর্মীরা বলছেন, আগামীকাল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে আসা কেন্দ্রীয় বিভাগীয় এবং জেলা নেতৃবৃন্দের সামনে তুলে ধরা উচিত হোমনা উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অসাংগঠনিক বিষয় সমূহ।

এদিকে জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা আওয়ামী লীগ থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন। এমনকি কালো টাকার বিনিময়ে কমিটি দেওয়ার অভিযোগ করেছেন সম্মেলন কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক যুগ্ম সম্পাদক এবং সম্মেলনের কাউন্সিলর সেকান্দার বেপারী।
অভিযুক্ত প্রতিটি ইউনিয়নে পকেট কমিটি করতে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় আইনের একাধিক ধারা, উপধারা লঙ্ঘিত হওয়ার সুস্পষ্ট অভিযোগ রয়েছে।

ফলে সম্মেলনকে ঘিরে আশংকা, উৎকন্ঠা, উত্তাপ বিরাজ করছে।

 

আর পড়তে পারেন