সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৪, ২০১৮
news-image

 

মো: কামাল হোসেন জনি, নাঙ্গলকোট:
কুমিল্লার নাঙ্গলকোটে প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণী ও আলেচানা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলার মৌকরা ইউপির ময়ূরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: আনিস উদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষ মো: ওবায়েদুল হক চৌধুরীরর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আবু তাহের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি আ.লীগের আহবায়ক এম এ মতিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, ইউপি যুবলীগের সভাপতি মিয়া মো: হারেছ, মাষ্টার তাজুল ইসলাম, যুবলীগ নেতা তোফায়েল আহম্মেদ খসরু, সাবেক মেম্বার পেয়ার আহম্মেদ, কাজী জসিম উদ্দিন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্য খলিলুর রহমান, সদস্য মো: খোকন, শহীদুল ইসলাম খোকন, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম টিপু, জহিরুল ইসলাম শিপন, বেলাল হোসেন তালুকদার, বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মমিন, মাঈন উদ্দিন, মিজানুর রহমান ও ইউপি ছাত্রলীগের আহবায়ক মহিউদ্দিন প্রমূখ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণসহ বিভিন্ন সামগ্রি বিতরণ করা হয়।