নেইমার-এমবাপ্পে নয়, পিএসজির সেরা হলেন ডি মারিয়া
স্পোর্টস ডেস্কঃ
পিএসজির হয়ে এ বছর সবচেয়ে বেশি গোলে অবদান ডি মারিয়ার। এমবাপ্পে কিংবা নেইমার এ ক্ষেত্রে অনেক পিছিয়ে আর্জেন্টাইন উইঙ্গারের চেয়ে নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে আর এডিনসন কাভানি—বিশ্ব ফুটবলে বর্তমানে আক্রমণের সেরা ত্রিফলা। লিগ ওয়ান মাত্র শুরু হয়েছে, এর মাঝেই তিনজন ২২ গোল করেছেন।
বিশ্বের সবচেয়ে দামি দুই খেলোয়াড় আর কাভানির কাছে অবশ্য এমনটাই আশা করে প্যারিস সেন্ট জার্মেই। কিন্তু পিএসজির সেরা খেলোয়াড় কে, এ প্রশ্নের উত্তর কিন্তু ত্রিফলার কেউ নন। নেইমার, এমবাপ্পের আবির্ভাবের পর পাদপ্রদীপের আলো থেকে হারিয়ে যাওয়া অ্যাঙ্গেল ডি মারিয়াই পরছেন এই মুকুট। এটুকু পড়েই মনে হতে পয়ারে, কাল নাপোলির বিপক্ষে দুর্দান্ত গোল করার কারণেই হয়তো এত প্রশংসা বাণী ছুটছে টি মারিয়ার দিকে। নিজেদের মাঠে পিএসজি কোণঠাসা হয়ে পড়েছিল নাপোলির সামনে। নির্ধারিত ৯০ মিনিটেও ২-১ গোলে পিছিয়ে ছিল দলটি। যোগ করা সময়ে ডি-বক্সের ওপর থেকে ডি মারিয়ার দুর্দান্ত বাঁকানো শটেই ড্র মানতে বাধ্য হয় আনচেলত্তির দল। পুরো ম্যাচে যেখানে নেইমার, এমবাপ্পে, কাভানি কোনো গোল পাননি সেখানে দলকে বাঁচানোর দায়িত্বটা বুঝে নিয়েছেন ডি মারিয়া।