পদত্যাগ করতে পারেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
পদত্যাগ করতে পারেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশটির শীর্ষ সংবাদমাধ্যম দ্য গ্লোব অ্যান্ড মেইল তিনটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, আগামী বুধবার (৮ জানুয়ারি) লিবারেল পার্টির জাতীয় সম্মেলনের আগেই ট্রুডো আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিতে পারেন। তবে ঠিক কোন দিন তিনি পদত্যাগের ঘোষণা দেবেন, তা এখনও স্পষ্ট নয়।
দ্য গ্লোব অ্যান্ড মেইল জানিয়েছে, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবারের মধ্যেই লিবারেল পার্টির প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করতে পারেন বলে আশা করা হচ্ছে। যদিও এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
সূত্রগুলো জানায়, ট্রুডো কবে তার পদত্যাগের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন তা নিশ্চিত নয়, তবে ধারণা করা হচ্ছে, দলের জাতীয় সম্মেলনের আগে তিনি এ ঘোষণা দিতে পারেন।
ট্রুডো পদত্যাগ করলে তিনি নতুন নেতা নির্বাচনের আগ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন কি না, সে বিষয়ে এখনো পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি।
২০১৩ সালে লিবারেল পার্টির নেতৃত্ব গ্রহণ করেন জাস্টিন ট্রুডো। সেই সময় দলটি গভীর সংকটে ছিল এবং হাউস অব কমন্সে তৃতীয় স্থানে নেমে গিয়েছিল। তার নেতৃত্বেই দলটি পুনরুদ্ধার হয়ে ক্ষমতায় আসে।
তবে রয়টার্স জানাচ্ছে, ট্রুডোর পদত্যাগের সম্ভাব্য ঘোষণা কানাডার লিবারেল পার্টিকে এমন এক সময়ে রাজনৈতিক অস্থিরতার মধ্যে ফেলে দেবে, যখন জরিপগুলোতে দেখা যাচ্ছে—চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচনে দলটি রক্ষণশীলদের কাছে খারাপভাবে পরাজিত হতে পারে।
জাস্টিন ট্রুডোর পদত্যাগের ফলে দ্রুত নতুন নির্বাচনের সম্ভাবনাও তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।