শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে চান্দিনা পৌর ও যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৪, ২০২২
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

বঙ্গবন্ধুর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশের ন্যায় কুমিল্লার চান্দিনাতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চান্দিনা পৌর ও উপজেলা যুবলীগ।

শনিবার (৪ জুন) সকালে চান্দিনা পৌর ও যুবলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির মুন্সি, পৌর যুবলীগের সভাপতি জাকির সরকার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাকিব মাহামুদ,
মাধাইয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি তারেক, মহিচাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসমাইল, নবাবপুর যুবলীগের সভাপতি কাশেম, কেরনখাল ইউনিয়ন সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, বরকুইট ইউনিয়নের মাছুদুর রহমান, মাইজখার ইউনিয়নের সাধারণ সম্পাদক সেন্টু, সুহিলপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী ইয়াসিন আহমেদ, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সজিব, তানভীর এবং পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোবেল।

আর পড়তে পারেন