রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফেনীর বন্যার্তদের পাশে কেরানীগঞ্জের স্কুল ছাত্রীরা

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৩, ২০২৪
news-image

ফেনীর বন্যার্তদের পাশে কেরানীগঞ্জের স্কুল ছাত্রীরা

স্টাফ রিপোর্টার:

ফেনীর বন্যার্তদের পাশে দাঁড়ালেন কেরানীগঞ্জ উপজেলার নতুন বাক্তার চর স্কুল এন্ড কলেজের ছাত্রীদের একটি টিম। নিজ উদ্যোগে নিজ এলাকার মানুষ ও প্রবাসীদের কাছ থেকে সহায়তা নিয়ে ফেনীর বন্যার্তদের কাছে ছুটে যান তারা।

সারাদেশের মতো স্কুল কলেজে অধ্যায়নরত ছাত্রীরা নিজ এলাকায় নয়, সুদূর ফেনীর দাগনভূঁইয়া উপজেলার সুন্দরপুর ইউনিয়নে ভাঙ্গা রাস্তা, বন্যার পানি পেরিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন ত্রান সহায়তা নিয়ে। এ সহায়তার অর্থ যোগান ও ত্রান কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়ন তদারকী করেন এলাকার ছাত্রী ও নারীদের নিয়ে গঠিত আলোকিত নারী সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি শামীমা নাছরিন ইভা।

সংশ্লিষ্ট বন্যার্ত এলাকায় মেয়েদের ত্রান কাজে সার্বিক সহায়তা করেন স্থানীয় স্কুল শিক্ষক, নারী ও তরুণ উদ্যোক্তাগণ। এতদূর থেকে বন্যার্তদের টানে ছুটে যাওয়া এ অল্প বয়সী ছাত্রছাত্রীদের মানবিক কাজে খুশী হন বানবাসী মানুষ। এ উদ্যোগের প্রশংসা করেন কেরানীগঞ্জের সংশ্লিষ্ট এলাকার অধিবাসীগণ।

বন্যার্তদের সহায়তার উদ্যোগে বিনা অর্থে ত্রান বহনকারী ট্রাক ও ছাত্রীদের জন্য মাইক্রো বাস বিনামুল্যে প্রদানে এগিয়ে আসেন স্থানীয় মানবহিতৈষী দুই ব্যক্তি।

রাত অবধি বহু মানুষকে ত্রান সহায়তা প্রদান করে পূনরায় কেরানীগঞ্জ নিজ এলাকায় ফেরত আসে এ দলটি। তরুণ প্রজন্ম ও এলাকাবাসীর মধ্যে এ প্রচেষ্টা নি:সন্দেহে কল্যানকর কাজের প্রেরনা জোগাবে।

আর পড়তে পারেন