শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফ্লাইটে বোমা আতঙ্ক, শাহজালালে সতর্কতা জারি

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২২, ২০২৫
news-image

ফ্লাইটে বোমা আতঙ্ক, শাহজালালে সতর্কতা জারি

ডেস্ক রিপোর্ট:

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম ফ্লাইটে বোমা থাকার সম্ভাবনার তথ্যের ভিত্তিতে এই সতর্কতা নেওয়া হয়।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টার দিকে সতর্কতা জারি করা হয়।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকা উদ্দেশ্যে পরিচালিত হয়। ফ্লাইটটি আজ সকাল ৯টা ২০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটিতে ২৫০ জন যাত্রী এবং ১৩ জন ক্রু ছিলেন। তবে অবতরণের আগে জানা যায়, ফ্লাইটের কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছেন। এ তথ্য পাওয়ার পরই ফ্লাইটটি অবতরণ করলে বিমানটিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ফ্লাইট থেকে যাত্রী ও ক্রুদের নিরাপদে বের করে টার্মিনালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত বোমার কোনো উপস্থিতি পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তীতে আপডেট জানানো হবে।

আর পড়তে পারেন