বরুড়ার শিলমুড়ি দক্ষিণে নৌকা ও শিলমুড়ি উত্তরে আনারস প্রতিকের প্রার্থী বিজয়ী

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ি দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের ফারুক হোসেন ভূইয়া ৮ হাজার ২২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
অপরদিকে শিলমুড়ি উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকের আব্দুস সালাম ৬ হাজার ২২০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮ টায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪ টায় ভোটগ্রহণ শেষ হয়।
ইভিএম পদ্ধতিতে ভোট দিতে গিয়ে ভোটারদের চরম ভোগান্তির শিকার হতে হয়েছে বলে সিংহভাগ ভোটারই অভিযোগ করেন।