শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বসুন্ধরার এমডি আনভীরের সভাপতিত্বে শেখ রাসেলের পরিচালনা পর্ষদের প্রথম বৈঠক

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২০, ২০২১
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সভাপতিত্বে শেখ রাসেল ক্রীড়া চক্রের নির্বাচিত নতুন পরিচালনা পর্ষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল। এ বৈঠকে ক্লাবের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ক্লাবের নবনির্বাচিত পরিচালক নঈম নিজাম, ইমদাদুল হক মিলন, লিয়াকত আলি মুকুল, সালেহ জামান সেলিম, ইসমত জামিল আকন্দ লাভলুসহ অন্যান্য পরিচালকরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।

এ সময় ক্লাবের সামগ্রিক উন্নয়নে নানা পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা হয়। নতুন ফুটবল মৌসুমে শক্তিশালী দল গঠনের ওপর জোর দেওয়া হয়। এ ছাড়া দেশের সম্ভাবনাময় অন্যান্য খেলাধুলায় ক্লাবের অংশগ্রহণ নিশ্চিত করতে কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। ক্লাবের কর্মকান্ডে আরও গতিশীলতা আনার লক্ষ্যে মতামত দেন আলোচকরা। সোমবার পরিচালনা পর্ষদের পরবর্তী বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে।

শেখ রাসেল ক্রীড়া চক্র বাংলাদেশের ফুটবলে প্রতিষ্ঠিত এক ক্লাব। ২০১২-১৩ মৌসুমে তারা ঘরোয়া ফুটবলে ট্রেবল জয় করেছে (লিগ, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ)। এবার অন্যান্য খেলায়ও অংশগ্রহণের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে ক্লাবটি। শিগগিরই ক্রিকেটে শক্তিশালী দল গঠনের পরিকল্পনা আছে শেখ রাসেল ক্রীড়া চক্রের। কিছুদিন আগে ক্লাবের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে বিজয়ীরা নতুন উদ্যমে ক্লাব পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সূত্র-বা:প্র

আর পড়তে পারেন