শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাধ্যতামূলক ছুটিতে আরও ৫ ব্যাংকের এমডি

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৫, ২০২৫
news-image

বাধ্যতামূলক ছুটিতে আরও ৫ ব্যাংকের এমডি

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ ব্যাংকের পরামর্শে আরও পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।

আজ রবিবার পাঁচটি ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে এ নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

পাঁচ ব্যাংক হলো সোশ্যাল ইসলামি ব্যাংক, গ্লোবাল ইসলামি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও আইসিবি ইসলামিক ব্যাংক।

জানা গেছে, ওই পাঁচটি ব্যাংকের ফরেনসিক অডিটের জন্য নিরীক্ষক নিয়োগ করবে কেন্দ্রীয় ব্যাংক। তাই এমডিদের ছুটিতে পাঠাতে বলা হয়েছে।

এর আগে গতকাল শনিবার ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে ছুটিতে পাঠানো হয়।

আর পড়তে পারেন