বিগত সরকারের অসাধু চক্র বই ছাপাতে অসহযোগিতা করেছে: প্রেস উইং
বিগত সরকারের অসাধু চক্র বই ছাপাতে অসহযোগিতা করেছে: প্রেস উইং
বিগত সরকারের সময়ে পাঠ্যবই ছাপানোর প্রক্রিয়ায় কিছু অসাধু চক্র সক্রিয় হয়ে উঠেছিল। এই চক্রটি এবারও বাধা দেওয়ার চেষ্টা করেছে এবং শুরু থেকেই ছাপানোর কাজে অসহযোগিতা করেছে। এর ফলে বই ছাপানোর কাজে কিছুটা বিলম্ব হয়েছে। তবে সরকার আশা করছে, আগামীতে এই সমস্যা পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হবে। চলতি জানুয়ারি মাসের মধ্যেই বই ছাপা ও বিতরণের প্রক্রিয়া শেষ হবে বলে সরকার আশাবাদী।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
পাঠ্যবই বিতরণ সম্পর্কে তিনি জানান, এ বছর শিক্ষার্থীদের মধ্যে মোট প্রায় ৪০ কোটি ১৫ লাখ ৬৭ হাজার বই বিতরণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে সোমবার (৬ জানুয়ারি) পর্যন্ত ১১ কোটি ১ লাখ ৪৪ হাজার ৭১৬টি বই ছাপানো এবং বিতরণ সম্পন্ন হয়েছে। এই প্রক্রিয়া এখনও অব্যাহত আছে।
তিনি বলেন, “পাঠ্যবই ছাপানোর প্রক্রিয়ায় কিছু জটিলতা ছিল। পূর্বে বেশিরভাগ বই ভারতের ছাপাখানা থেকে আমদানি করা হতো। তবে এবার অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সব বই দেশেই ছাপানো হবে। এ কারণে কিছুটা সময় লাগছে এবং সাময়িক অসুবিধা হচ্ছে। এই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত।”
সরকারের এই পদক্ষেপের ইতিবাচক দিক সম্পর্কে তিনি বলেন, “বই ছাপানোর কাজে এবার দেশীয় ছাপাখানাগুলো যুক্ত হয়েছে। এতে ১০ থেকে ১২ লাখ শ্রমিক কাজের সুযোগ পেয়েছেন এবং অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন।”
এছাড়া তিনি আরও জানান, পাঠ্যবইয়ের কিছু অংশ ইতোমধ্যে অনলাইনে প্রকাশ করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমেও তাদের প্রয়োজনীয় বই সহজেই সংগ্রহ করতে পারছে।