সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিভিন্ন সীমান্ত থেকে মাদকসহ ৩ জনকে আটক করেছে কুমিল্লা বিজিবি

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৩০, ২০১৯
news-image

 

প্রেস বিজ্ঞপ্তি :

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ ফেনী জেলার ফুলগাজী উপজেলাধীন কমুয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৩০/৪-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “পৈথারা”নামক স্থান হতে ভারতীয় ৫০ টি ইয়াবা ট্যাবলেট (১৫,০০০/-) এবং ০৮ বোতল ফেন্সিডিলসহ (৩,২০০/-) ০১ জন মাদক চোরাকারবারী মোঃ নূর আমিন (৪৫), পিতা-আঃ আজিজ, গ্রাম-বিরিঞ্জা (বড়বাড়ী), পোষ্ট-ফেনী, থানা-ফেনী সদর, জেলা-ফেনীকে আটক করে ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্য একটি অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী উপজেলাধীন গোলাবাড়ী পোষ্টর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০৮২/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “কেরানীনগর”নামক স্থান হতে ভারতীয় ০৬ বোতল স্কাফ সিরাপ (২,৪০০/-) এবং ০১ টি মোটর সাইকেলসহ (১,৫০,০০০/-) ০১ জন মাদক চোরাকারবারী মোঃ ইকবাল হোসেন (৪২), পিতা-তোফাজ্জল হোসেন, গ্রাম-বদরপুর, পোষ্ট+থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লাকে আটক করে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

অপর একটি অভিযানে সদর দক্ষিণ উপজেলাধীন একবালিয়া পোষ্টের দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০৮৮/৬-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “কনেশ তলা” নামক স্থান হতে ভারতীয় ৪৯ বোতল ফেন্সিডিলসহ (১৯,৬০০/-) ০১ জন মহিলা মাদক চোরাকারবারী মোছাঃ শাহানাজ পারভীন শানু (৪০), স্বামী-মৃত আঃ ছাত্তার, গ্রাম-মিয়া বাজার (বলরা), পোষ্ট-মিয়া বাজার, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লাকে আটক করে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ১,৯০,২০০/- (এক লক্ষ নব্বই হাজার দুইশত) টাকা।

আর পড়তে পারেন