বিশ্ব পরিবেশ দিবসে কুমিল্লা সদর উপজেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় কুমিল্লার আদর্শ সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি।
সোমবার সকালে উপজেলার অন্তর্গত ছয়টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান—স্কুল, কলেজ, মাদরাসা এবং সড়কের পাশে পেয়ারা, আম, একাশিয়া ও মেহগনি গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম (সাকিব রনি) এবং সদস্য সচিব জিয়াউল হক রিন্টুর নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সবাইকে অবহিত করা।
চারা রোপণ শেষে ছাত্রদল নেতা তাজুল ইসলাম(সাকিব রনি) বলেন, “প্রকৃতি ও পরিবেশ রক্ষায় আমরা সবসময় দায়বদ্ধ। রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকে ছাত্রদল পরিবেশবান্ধব কর্মকাণ্ডে অংশ নিচ্ছে।”
তিনি আরও জানান, “বর্তমান সময়ে পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা বিবেচনায় রেখে এই উদ্যোগকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে ধারাবাহিক ও বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে নেয়া হয়েছে। কুমিল্লা সদর উপজেলার বাইরেও মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে ছাত্রদলের এই কর্মসূচি চলমান রয়েছে এবং আগামীতে এটি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।”
বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, আব্দুর রহমান আবাদ, মিজানুর রহমান, আল-আমিন খান, মারুফ আহমেদ, আবুল কালাম, আব্দুর রহমান এবং দপ্তর সম্পাদক (সদস্য) আবু বকর মাহিনসহ সদর উপজেলা ছাত্রদল ও স্থানীয় নেতৃবৃন্দ।