শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আজকের কুমিল্লায় সংবাদ প্রকাশের পর দাউদকান্দিতে অভিযানে নামলেন উপজেলা প্রশাসন

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৭, ২০২১
news-image

স্টাফ রিপোর্টার,
আজকের কুমিল্লা অনলাইন ভার্সনে সোমবার “দাউদকান্দিতে কৃষি জমি থেকে বালু উত্তোলন, হুমকিতে ফসলি জমিসহ বৈদ্যতিক খুঁটি” শিরোনামে সংবাদ প্রকাশ হলে বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষের নজরে আসে। এর পর মাঠে নামে উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সেলিম শেখ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে দুটি ড্রেজার বিনষ্ট করার হয়েছে। এসময় ড্রেজার মালিকরা পালিয়ে যায়। পরে মাটি বিক্রি করায় দুই জমির মালিককে পঞ্চাশ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়নের মালিখিল গ্রামে এবং মালিগাও ইউনিয়নর থৈরখলা গ্রামে এঅভিযান চালানো হয়েছে।

আজকের কুমিল্লাকে ধন্যবাদ জানিয়ে সহকারী কমিশনার(ভূমি) মোঃ সেলিম শেখ বলেন, গতকাল প্রকাশিত প্রতিবেদনটি আমাদের নজরে পড়েছে। ড্রেজার ভেকুর বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। আর লকডাউনে বাজার নিয়ন্ত্রনে ব্যস্ত থাকায় এসব অপরাধীরা সুযোগ নিতে চেয়েছিল। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আর পড়তে পারেন