বুড়িচংয়ে পদ্মা পরিবহনের বাস খাঁদে, আহত ১২

স্টাফ রিপোর্টার:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে ঢাকা থেকে চাঁদপুরগামী পদ্মা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি বাসের সাথে সংঘর্ষে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় প্রায় ১২ জন যাত্রী আহত হয়।
বুধবার (২২ জুন) সকাল ১০ টায় উপজেলার কোরপাই এলাকায় এ দুঘর্টনা ঘটে।
খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্বার তৎপরতা পরিচালনা করে। আহতদের স্থানীয় ইষ্টার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বাস দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।