সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৫, ২০১৯
news-image

সাকিব আল হেলাল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আবদুল্লাহ (২) নামে এক শিশু পানি ডুবে নিহত হয়েছে।

রবিবার(২৫ আগষ্ট) সকাল ১০টায়  কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের করিমপুর গ্রামের নিজ বাড়ির পাশের পুকুরে ডু্বে শিশুটি  মারা যায়।

নিহত আব্দুল্লাহ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের করিমপুর গ্রামের ফুলমিয়ার ছেলে।

পারিবারিক সূত্র থেকে জানা যায়, রবিবার সকালে অনেক সময় পেরিয়ে গেলেও আবদুল্লাহকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন অনেক খোঁজাখুজির পর বাড়ির পাশের পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । সেখানের কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে ১২টায় তাকে মৃত ঘোষণা করে।

শিশুটির নিকট আত্নীয় আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আর পড়তে পারেন