মনোহরগঞ্জে বসতবাড়িতে অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি

সেলিম চৌধুরী হীরাঃ
কুমিল্লার মনোহরগঞ্জে বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে আসবাবপত্র ও মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে উপজেলার খিলা ইউনিয়নের সাতেস্বর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়,ওই দিন গভীর রাতে উপজেলার খিলা ইউনিয়নের সাতেস্বর পূর্বপাড়া মকবুল মাষ্টারের বাড়ির মৃত.হাবিবুর রহমানের ছেলে মা ও আবু ইউছুফ ফারুকীর বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় নতুন ঘর র্নিমাণ সামগ্রী, ফ্রিজ, সোফা, খাটসহ ঘরের যাবতীয় আসবাপত্র পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়।
মাও.আবদুল মান্নান জানান, চাকুরির সুবাধে ওই দিন রাতে আমরা কেহ বাড়িতে ছিলাম না। একই গ্রামের সফিকুর রহমান থেকে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে বাড়ি এসে দেখি আমাদের নতুন ঘরের নির্মাণ সামগ্রীসহ সব কিছু পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। সংবাদ পেয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়াসিম ঘটনাস্থল পরির্দশন করেন।
মনোহরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার শামীমবানু শান্তি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,অগ্নিকান্ডের সংবাদ পেয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপনের পর তাদেরকে সাহায্য করা হবে।