শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার সদর দক্ষিণে ৭ মাদক সেবনকারীর জেল জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৩, ২০২০
news-image

রকিবুল হাসান রকিঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় মাদক সেবন করে আসার পথে বিজিবির হাতে আটক ৭ মাদক সেবনকারীকে জেলা জরিমানা করা হয়েছে।

বুধবার রাত ৮ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দীন এ নিদের্শ দেন। এর আগে বিকাল ৪ টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সীমান্তবর্তী এলাকা একবালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে সাত মাদক সেবনকারীকে কুমিল্লা-১০ বিজিবির হাবিলদার আবদুর রাজ্জাকের নেতৃত্বে একটি টিম তাদেরকে আটক করেন। আটকের পর সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দীনের নিকট সোপর্দ করেন।

আসামীরা হলেন- দেবিদ্বার উপজেলার মোঃ সফিকুর রহমানের ছেলে মোঃ মশিউর রহমান (৪০), তিতাস উপজেলার জায়েদ হোসেনের ছেলে জীমল হোসেন (৪৪), হোমনা উপজেলার মৃত এবিএম ওয়াদুদুল হকের ছেলে এবিএম আজিজুল হক (৪১), হোমনা উপজেলার মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ জহিরুল ইসলাম (৪৮), তিতাস উপজেলার ফজলুল হক সরকারের ছেলে মোঃ আতিকুর রহমান (৪২),তিতাস উপজেলার মোঃ আমিনুদ্দিনের ছেলে মোঃ নুরুল ইসলাম (৩৮), ঢাকা জেলার খিলগাঁও থানার আহসান উল্যাহর ছেলে ইমতিয়াজ আহমেদ রিপন (৪০)।

আটককৃত মাদক সেবনকারীরা দোষ স্বীকার করায় প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা অর্থদন্ড এবং ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

আর পড়তে পারেন