মনোহরগঞ্জে রান্না খাবার পৌঁছে দিচ্ছে ছাত্রদল
কুমিল্লা মনোহরগঞ্জে বন্যায় দুর্গতদের মাঝে খাদ্যদ্রব্যসহ ওষুধপত্র ও ত্রাণ সামগ্রী বিতরণ করছে উপজেলা ছাত্রদল।
সোমবার (২৬ আগস্ট) দিনব্যাপী মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে শুকনো খাবার ছাড়াও ছিল রান্না করা খিচুড়ি।
ছাত্র দলের মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ওমর ফারুক মোল্লার নেতৃত্বে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রদলের নেতাকর্মীরা মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র ঘুরে ঘুরে বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাবার এবং ত্রাণসামগ্রী বিতরণ করেন, অসহায় বানভাসী মানুষের খোঁজ খবর নেন এবং এবং সামনে দিনগুলোতে দুর্যোগকবলিত মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন।