মুরাদনগরে অসহায়দের মাঝে জেলা প্রশাসকের সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণ
মাহবুব আলম আরিফ, মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগরে এল.জি.এস.পি-৩ প্রকল্পের অর্থায়নে দুঃস্থ, অসহায় ও গরীব মানুষের মাঝে সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১টার দিকে জেলা প্রশাসক আবুল ফজল মীর প্রথমে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল সরকারী কলেজ পরিদর্শন করেন। পরে বেলা ২টার দিকে চন্দনাইল গ্রামে আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক সমিতির সদস্যদের সাথে উঠান বৈঠক করেন। বেলা ৩টার দিকে শ্রীকাইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২০১৯-২০ অর্থবছরের এল.জি.এস.পি-৩ প্রকল্পের অর্থায়নে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ৫০টি সেলাই মেশিন ও ৩৮৫টি কম্বল বিতরণ করেন। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ, কমিউনিটি ক্লিনিক ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে বেলা ৪টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সে নব-নির্মিত শিশু পার্ক উদ্বোধন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. আবুল কালাম আজাদ তমাল, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান, বাঙ্গরা বাজার থানার ওসি তদন্ত অমর চন্দ্র দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবদুল হাই, জেলা পরিষদের সদস্য ভিপি জাকির হোসেন, উপজেলা সদরের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়কারী আফজালের রহমান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুফি আহম্মেদ প্রমুখ।