মুরাদনগরে ৩জনকে পিটিয়ে হত্যা: গ্রেফতার আসামিদের কারাগারে প্রেরণের নির্দেশ

কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার এলাকায় তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৮ জন আসামির মধ্যে ৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। অপর আসামি বাচ্চু মিয়া আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হলে তার বক্তব্য রেকর্ডের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
রোববার (৬ জুলাই) বিকেলে ঢাকায় র্যাবের হাতে আটক ৬ জন আসামিকে কুমিল্লার আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে ৫ নম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিদ্দিক আজাদ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগের দিন, শনিবার সন্ধ্যায় সেনাবাহিনীর হাতে আটক দুই আসামিকে আদালতে হাজির করা হলে আমলি আদালত-১১ এর বিচারক মমিনুল হক তাদেরকেও কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসঙ্গত, গত ৪ জুলাই কুমিল্লার বাঙ্গরাবাজার থানার কড়ইবাড়ি এলাকায় মাদক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে রোখসানা বেগম রুবি, তার মেয়ে জোনাকি আক্তার ও ছেলে রাসেল মিয়াকে নিজ বাড়ির সামনে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত রোকসানা বেগমের মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
কুমিল্লার আদালত পরিদর্শক সাদেকুর রহমান জানান, এই মামলায় এখন পর্যন্ত র্যাব ও সেনাবাহিনীর মাধ্যমে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বাচ্চু মিয়া নামের একজন আসামি আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আগ্রহ প্রকাশ করেছেন। তার জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে।