মুরাদনগর থানার ৮ জন পুলিশ সদস্যসহ আজ নতুন করে ১২ জন করোনা পজেটিভ

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় নতুন করে আরো ১২জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে মুরাদনগর থানার ৮ জন পুলিশ সদস্য রয়েছে। অপর ৪ জন হলেন উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের প্রাইম ব্যাংকের কর্মকর্তা ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ১ জন, কামাল্লা গ্রামের ১ জন ও গত বৃহস্পতিবার করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ভবানীপুর গ্রামের ১ জন মহিলা।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ড. সিরাজুল ইসলাম মানিক বিষয়টি নিশ্চিত করেন।
এনিয়ে পুরো উপজেলায় এখন পর্যন্ত সর্বমোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০৪ জন। এদের মধ্যে ১ জন চিৎসক, ১৯ জন স্বাস্থ্যকর্মী ও ১ জন স্বেচ্ছা সেবক ল্যাব টেকনেশিয়ান রয়েছে। অপরদিকে এ উপজেলা সর্বমোট করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ্য হয়েছে ১২০ জন।