মেসিবিহীন বার্সেলোনা হারলো চেলসির কাছে
স্পোর্টস ডেস্কঃ
মেসিবিহীন ম্যাচে হার দিয়ে অভিষেক হলো আঁতোয়া গ্রিজম্যানের বার্সেলোনা অধ্যায়। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সাকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইংলিশ ক্লাব চেলসি।
প্রীতি ম্যাচ টুর্নামেন্ট রাকুতেন কাপে অংশ নিতে জাপান সফরে গেছে বার্সেলোনা-চেলসি। মঙ্গলবার (২৩ জুলাই) সাইতামা স্টেডিয়ামে মুখোমুখি হয় এই দুই ইউরোপ জায়ান্ট।
ম্যাচের ৩৫ মিনিটে টেমি আব্রাহামের গোলে এগিয়ে যায় চেলসি। ৮১ মিনিটে ব্লুজদের ব্যবধান দ্বিগুণ করেন রস বার্কলে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বার্সেলোনার হয়ে একটি গোল শোধ করেন ইভান রাকিটিচ।
অবশ্য ম্যাচটিতে খেলেননি কাতালানদের দুই বড় লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। দু’জনে দলের সঙ্গে জাপান সফরে যাননি।