মেসির জোড়া গোলে বার্সার কাঙ্ক্ষিত জয়
আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৭, ২০১৭
লিওনেল মেসির জোড়া গোলে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে লা লিগার জয়ের স্বপ্ন টিকিয়ে রাখলো বার্সেলোনা। শনিবার রাতে কাম্প ন্যুতে ৩-২ গোলের ব্যবধানের জয় পেয়েচে এনরিকের শিষ্যরা।
এই জয়ের ফলে ৩২ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৭২। ৩১ ম্যাচ থেকে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। ৩২ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে আতলেটিকো মাদ্রিদ।
নিষেধাজ্ঞার জন্য এই ম্যাচে দলে ছিলেন না নেইমার। শুরুতে মেসির দারুণ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। সুয়ারেজের পাস থেকে পাওয়া বল প্রতিপক্ষের জালে জড়ান মেসি। ৩৭ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোলের দেখা পান মেসি। সুয়ারেসের শট ঠেকিয়ে দিয়েছিলেন গোলরক্ষক জেরোনিমো রুয়ি। ফিরতি বলে মেসি ঠিকমতো শট নিতে না পারলেও বল চলে যায় জালে।
৪২তম মিনিটে গোল দিয়ে খেলায় ফেরে রিয়াল সোসিয়েদাদ। ২ মিনিট পর ব্যবধান আবারো গোল করে ব্যবধান বাড়ায় বার্সেলোনা। প্রথমার্ধের শেষ মুহূর্তে দ্বিতীয় গোলের দেখা পায় সোসিয়েদাদ। ব্যবধান দাঁড়ায় ৩-২।
দ্বিতীয়ার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।