যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ৫০০ শিশুকে হত্যা করেছে ইসরাইল

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার শনিবার (১২ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় পুনরায় হামলা শুরু করেছে। এ হামলায় অন্তত ৫০০ শিশু প্রাণ হারিয়েছে বলে গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল নিশ্চিত করেছেন।
শনিবার সকালে ইসরাইলি সেনাবাহিনী গাজায় শাম নামের এক নবজাতক শিশুকে তার পরিবারের সঙ্গে লক্ষ্য করে বোমা হামলা চালায়। এই হামলায় শিশুটির হাত সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়, ফলে চিকিৎসকদের তা কেটে ফেলতে বাধ্য করা হয়। আহত অবস্থায় কয়েক ঘণ্টা পর শিশুটি মারা যায়।
এদিনই ইসরাইলি কর্তৃপক্ষ গাজার শুজাইয়া ও খান ইউনিস এলাকায় দুটি স্থানান্তরের আদেশ জারি করে। তবে সেখানকার বাসিন্দারা জানেন না, কোথায় তারা আশ্রয় নেবেন।
গত ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে ইসরাইল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়। প্রায় দুই মাস শান্তি থাকলেও মার্চের মাঝামাঝি থেকে গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার নিয়ে হামাসের সঙ্গে মতবিরোধের পর ইসরাইল পুনরায় বিমান হামলা শুরু করে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া ইসরাইলি হামলায় গাজায় অন্তত ১,৫০০ ফিলিস্তিনি নিহত এবং ৩,৮০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। এই হামলার মাধ্যমে ইসরাইল জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে।
জাতিসংঘের তথ্যমতে, ইসরাইলের ক্রমাগত হামলায় গাজার ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া, গাজার ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরাইলে ১,১৩৯ জন নিহত হয় এবং ২০০-র বেশি ইসরাইলিকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এর পরপরই ইসরাইল গাজায় ব্যাপক বিধ্বংসী হামলা শুরু করে, যা এখনও অব্যাহত রয়েছে।