শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শাকিব-অপুর ‘শুটার’

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৯, ২০১৬

shakib-apuগত বছর প্রথমদিকে চলচ্চিত্র প্রযোজক ইকবাল হোসেন জয় ঘোষণা দিয়েছিলেন তার পরবর্তী ছবি ‘শুটার’। বলা হয়েছিল ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ছবিটিতে অভিনয় করবেন শাকিব খান ও অপু বিশ্বাস।গত বছরেই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এখনো এর শুটিং শুরু হয়নি। অল্প কিছুদিনের মধ্যেই ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে। কিন্তু নির্মাতার জায়গায় ওয়াজেদ আলী সুমন নয়, থাকছেন রাজু চৌধুরী।

রাজু চৌধুরী বলেন, ‘গত কয়েকদিন আগে ছবিটি নির্মাণের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। আব্দুল্লাহ জহির বাবুর লেখা অ্যাকশনধর্মী গল্পে নির্মিত হবে ‘শুটার’। এখনও গল্পটি লেখার কাজ সম্পন্ন হয়নি। তবে আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই গল্প শেষ করে শুটিংয়ে যেতে পারবো।

গেল সপ্তাহে উত্তম আকাশের পরিচালনায় শাকিব-অপু অভিনীত ‘রাজা ৪২০’ মুক্তি পেয়েছে। এখন এই জুটি অভিনয় করছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সম্রাট’ এবং বুলবুল বিশ্বাসরে ‘রাজনীতি’তে। এছাড়াও বেশ কিছু ছবিতে তারা চুক্তিবদ্ধ হয়ে আছেন। কিছুদিনের মধ্যেই সেসব ছবির শুটিং শুরু হবে।

আর পড়তে পারেন