শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বই মেলায় ইসলাম ও রাসুল অবমানকর অশ্লীল বই: ড. তুহিন মালিক

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৫, ২০১৬

নিউজ ডেস্ক: বাংলা একাডেমী আয়োজিত একুশের বই মেলায় ইসলাম ও রাসুল অবমানকর অশ্লীল বই প্রচারের তীব্র ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী ড তুহিন মালিক। তিনি তার ফেসবুকে লিখেছেন,
তীব্র প্রতিবাদ জানাচ্ছি –
আমাদের প্রানপ্রিয় নবী (সাঃ) ও নবী
পত্নীদের নিয়ে রচিত চরমতম অবমাননাকর অশ্লীল একটি বই এবারের
একুশে বইমেলায় বিক্রি হচ্ছে ।14-02-16-Book Fair_Sohrawardi Uddan-4
বইমেলার ১৯১ নং স্টলে ‘ব-
দ্বীপ’ প্রকাশন বের করেছে
‘ইসলাম ও বিতর্ক’ নামক নবীকে অবমাননাকর অশ্লীল এই বইটি।
বইটির ২৯-৩১ পৃষ্ঠায়
(‘ইসলাম ও বির্তক’,
অধ্যায়: “মুসলিম মানসে যৌন বিকৃতি”,
প্রকাশনী- ব-দ্বীপ প্রকাশন, বইমেলা স্টল-১৯১)
আমাদের নবীকে নিয়েDR
ক্ষমার অযোগ্য অশালীন অবমাননাকর মনগড়া সব গল্প ছাপানো হয়েছে ।
যা এখানে বলা বা লেখার অযোগ্য ।
সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয়
অনুভূতিতে আঘাত করে
(বইমেলার নীতিমালা ১৩ এর (১৩) অনুচ্ছেদ
অনুযায়ী এ ধরনের বই বিক্রি করা
সম্পূর্ণ নিষিদ্ধ হওয়া সত্বেও)
ইসলাম ধর্ম অবমাননাকর এই বইটি কি করে বইমেলায় বিক্রি হচ্ছে ?
অবিলম্বে ইসলাম ধর্ম অবমাননাকর এই বইটি সম্পুর্ন নিষিদ্ধ করে এর লেখক, প্রকাশক ও বিক্রেতাদের আইনে সোপর্দ করে কঠোর শাস্তি নিশ্চিত করতেই হবে ।
উৎস……ডা.তুহিন মালিক এর পেসবুক থেকে নেওয়া

আর পড়তে পারেন