শোককে শক্তিতে পরিণত করে সরকারের উন্নয়নের বার্তা জনগনের কাছে পোঁছাতে হবে- সুবিদ আলী এমপি

মেঘনা প্রতিনিধি:
প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল অব: সুবিদ আলী ভূঁইয়া এমপি বলেন, শোককে শক্তিতে পরিণত করে সরকারে উন্নয়নের বার্তা জনগনের কাছে পোঁছাতে হবে।
সোমবার (১৫ আগষ্ট) জাতীর পিতা বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মেঘনা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা পারভিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদ মেম্বার নাশির উদ্দিন শিশির,সহকারী কমিশনার ভূমি এ এস এম মুসা,মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম সামসুদ্দিন,মেঘনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল উদ্দিন,কর্মকর্তাবৃন্দ।