বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সদর দক্ষিণের চৌয়ারার খালের পাশে মাদকাসক্ত যুবকের মরদেহ

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় মনির হোসেন (৪৫) নামের এক মাদকাসক্ত যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩১ মে) সন্ধ্যায় জেলার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা এলাকার একটি খালের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ কুমিল্লা মেডিকল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর দক্ষিণ উপজেলার উলুরচর গ্রামের মনির হোসেন বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে ফিরে আসেনি। সন্ধ্যার দিকে চৌয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালের পাশে তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকল কলেজ হাসপাতালে পাঠায়।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মনির হোসেন মাদকাসক্ত ছিল। স্থানীয়দের ধারণা মাদক সেবন করতে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তার বিরুদ্ধে কোন মামলা নেই। একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আর পড়তে পারেন