শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘সাঞ্জু ছবিতে নার্গিস দত্তরূপে ও শাড়িতে মনীষা কৈরালা

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১৩, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্ট:

নার্গিস দত্ত। বলিউডের কিংবদন্তি অভিনেত্রীদের মধ্যে অন্যতম। ‘মাদার ইন্ডিয়া’, ‘আওয়ারা’, ‘শ্রী ৪২০’-এর মতো বেশ কিছু সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া তিনি বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের মা। আর রাজকুমার হিরানি পরিচালিত সঞ্জয় দত্তের জীবনীনির্ভর ছবি ‘সাঞ্জু’তে অভিনয় করছেন বলিউডের আরেক গুণী অভিনেত্রী মনীষা কৈরালা। জিনিউজের খবরে প্রকাশ, লুক, স্টাইল, পোশাক সবকিছুতেই পুরোদস্তুর নার্গিস দত্ত হয়ে ওঠার চেষ্টা করেছেন মনীষা।

যার একঝলক দেখা গেছে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। সম্প্রতি ‘সাঞ্জু’ ছবির দ্বিতীয় গান ‘কার হার ময়দান ফাতেহ’ মুক্তি পাওয়া উপলক্ষে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নার্গিস দত্তের ছবির পাশে নিজের একটি ছবি কোলাজ করে পোস্ট দিয়েছেন ‘দিল সে’ খ্যাত এই তারকা। ছবিতে সত্তরের দশকে নার্গিস দত্তের লুক ও শাড়িতে দেখা গেছে মনীষাকে। ছবিটি পোস্ট দিয়ে তাঁর ক্যাপশনে মনীষা লিখেছেন, ‘সাঞ্জু ছবিতে আমার প্রিয় গান মুক্তি পেয়ে গেছে।’

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। মনীষা ও রণবীর ছাড়াও অভিনয় করছেন পরেশ রাওয়াল, দিয়া মির্জা, ভিকি কুশাল, সোনম কাপুর, জিম সাবরা। এ ছাড়া ক্যামিও চরিত্রে দেখা যাবে আনুশকা শর্মাকে। ছবিটির পাণ্ডুলিপি লেখার পাশাপাশি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। প্রযোজনায় রয়েছেন বিধু বিনোদ চোপড়া। চলতি বছরের ২৯ জুন ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আর পড়তে পারেন