শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সুন্দরগঞ্জের উপ-নির্বাচনে গোলাম মোস্তফা আ’লীগের প্রার্থী

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৪, ২০১৭
news-image

জাতীয় সংসদের গাইবান্ধা-১ আসনের (সুন্দরগঞ্জ) উপ-নির্বাচনে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভায় এ মনোনয়ন দেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যা করা হয়। এতে ওই আসন শুণ্য হয়। শুণ্য আসনে নির্বাচনের জন্য ৫ ফেব্রুয়ারি তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে ২২ মার্চ ভোটগ্রহণের দিন ঘোষণা করা হয়।

আর পড়তে পারেন