হোমনায় অসহায়দের সহযোগিতায় শেবাকৃবি বিদ্যালয়ের ভিসি অধ্যাপক কামাল উদ্দিন

মোঃ আতিক,হোমনাঃ
করোনা ভাইরাসের কারণে শিল্পকারখানা, বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকায় নিম্ন আয়ের মানুষের অসহায়ত্বে পাশে দাঁড়িয়েছে ভিসি অধ্যাপক কামাল উদ্দিন আহাম্মেদ।
দুঃখী, মেহনতি মানুষের মাঝে চাল, ডালসহ খাবারসামগ্রী এবং করোনা প্রতিরোধক স্যানিটাইজার বিতরণ করেছে ।
পরিবর্তিত পরিস্থিতির কথা বিবেচনা করে এই কর্মকাণ্ড অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছেন শের-ই বাংলা কৃষি বিশ্ব বিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো. কামাল উদ্দিন আহম্মেদ।
তিনি নিজ উদ্যোগে বিজয়নগর ও উত্তর হরিপুর গ্রামের কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। করোনা ভাইরাস প্রতিরোধে মানুষ এখন হোম কোয়ারেন্টাইনে আছেন। এতে বিপদে পড়েছেন সমাজের খেটে খাওয়া মানুষ। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে এসব নিম্ন আয়ের মানুষের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
পরে তিনি করোনা মহামকরী থেকে বাচতে সবাইকে ঘরে থাকার পরামর্শ দেন। সমাজের বিত্তবানসহ নেতা-কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভিসি অধ্যাপক মোঃ কামাল উদ্দিন আহম্মেদ।