২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে নবীনগরে আলোচনা সভা ও মিলাদ মাহফিল
মোঃ দেলোয়ার হোসেন, নবীনগর :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে সোমবার সকালে স্থানীয় আওয়ামীলীগ কার্য্যালয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতা ওমর ফারুকের সঞ্চালনায় উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যাপক নুরুন্নাহার বেগমের সভাপতিত্বে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা মাহবুব, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন, মোঃ হাবিবুর রহমান, নাছির উদ্দিন, আবদুর রহমান, যুবলীগ সভাপতি সামস আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হক লিমন, ছাত্রলীগ সভাপতি আবদুল্লাহ আল রোমান, সাধারণ সম্পাদক আবদুল্লা আল মামুন ও উপজেলা মহিলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দ। সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।