২১ বছরের সাইয়ের প্রেমে মজলেন সালমান!
বিনোদন ডেস্কঃ
বলিউডে গত কয়েক দশকে আগমন ঘটা বেশ কয়েকজন নায়িকার অভিষেকের নেপথ্যের নাম সালমান খান।
এবারও ব্যতিক্রম হচ্ছে না। ভাইজানের হাত ধরে এবার অভিষেক হতে যাচ্ছে বর্ষীয়ান অভিনেতা মহেশ মাঞ্জরেকারের মেয়ে সাই মাঞ্জরেকারের। আর সম্প্রতি তাঁদের একটি ভিডিও প্রকাশ্যে আসার পর অনেকের মনেই প্রশ্ন জেগেছে, তবে কি ২১ বছরের সাইয়ের প্রেমে মজলেন সালমান!
না, ব্যাপারটা সে রকম কিছু নয়। ইন্ডিয়া টিভি নিউজের প্রতিবেদনে জানা যায়, সালমানের বহুল আলোচিত ‘দাবাং থ্রি’ ছবিতে অভিনয় করেছেন সাই। আর এই ছবির প্রচারে সম্প্রতি সালমানের সঙ্গে দেখা যায় সাইকে। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই অনেকে দুজনের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করেন। তবে তা যে নিছক মজার ছলে, তা বোঝাই যাচ্ছে।
আগামী ২০ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘দাবাং থ্রি’ ছবিটি। এতে সালমান, সাই ছাড়াও সোনাক্ষি সিনহাকে অভিনয় করতে দেখা যাবে। প্রভুদেবা পরিচালিত এই ছবিটি তামিল, তেলেগু, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পাবে। ছবিটিতে খলনায়ক চরিত্রে অভিনয় করবেন কিচ্ছা সুদীপ। এরই মধ্যে ভক্তদের জন্য কয়েরকটি টিজার ও গান মুক্তি দিয়েছেন সালমান। ‘দাবাং’-এর প্রথম ও দ্বিতীয় কিস্তি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়।