শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

৪৯ বছর পর ‘শোলে’র বাদ পড়া দৃশ্য ভাইরাল

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৮, ২০২৫
news-image

৪৯ বছর পর ‘শোলে’র বাদ পড়া দৃশ্য ভাইরাল

ডেস্ক রিপোর্ট:

১৯৭৫ সালে রমেশ সিপ্পির পরিচালনায় মুক্তি পায় বলিউডের কালজয়ী সিনেমা ‘শোলে’, যা আজও ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ক্লাসিক হিসেবে বিবেচিত। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী এবং আমজাদ খানের অনবদ্য অভিনয় এই ছবিকে এক বিশেষ উচ্চতায় পৌঁছে দিয়েছে। ছবির কাহিনি, সংলাপ এবং চরিত্রগুলো সময় পেরিয়ে এখনও সমান জনপ্রিয়। তবে মুক্তির সময় ছবিটির কিছু দৃশ্য নিয়ে বিতর্ক হয়েছিল এবং সেন্সর বোর্ড কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্য বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সেন্সর বোর্ড কর্তৃক বাদ দেওয়া এমনই একটি দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ‘ওল্ড ইজ গোল্ড’ নামে একটি ইনস্টাগ্রাম পেজে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেছে, ছবির অন্যতম ভিলেন গব্বর সিং চরিত্রে অভিনয় করা আমজাদ খান রহিম চাচার ছেলে আহমেদকে (শচীন পিলগাঁওকর) হত্যা করতে গলা চেপে ধরছেন। এই দৃশ্যটি ছিল ছবির অন্যতম সংবেদনশীল এবং চমকপ্রদ অংশ।

পরিচালক রমেশ সিপ্পি দৃশ্যটিকে আরও বাস্তবধর্মী করতে চেয়েছিলেন। তবে সেন্সর বোর্ডের মতে, দৃশ্যটি অত্যন্ত হিংস্র। ফলে ছবির মূল কাহিনি থেকে ওই দৃশ্যটি বাদ দেওয়া হয়। পরে ছবিতে কেবল আমজাদ খানকে শচীনের চুল ধরে টানতে দেখা যায়।

১৯৭৫ সালে মুক্তির পর ‘শোলে’ ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি টিকেট বিক্রি করা সিনেমা হয়ে ওঠে। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, ১৯৭৫ থেকে ১৯৮০ সালের মধ্যে ছবিটির প্রায় ১৮ কোটি টিকেট বিক্রি হয়।

‘শোলে’ ছবিটির বাজেট ছিল প্রায় ৩ কোটি টাকা, যা তখনকার সময়ের অন্যতম ব্যয়বহুল ভারতীয় প্রযোজনা হিসেবে ধরা হয়। ছবিতে অভিনয় করেছিলেন বলিউডের একঝাঁক তারকা—সঞ্জীব কুমার, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী, জয়া ভাদুরি (পরে জয়া বচ্চন), এবং আমজাদ খান।

সোশ্যাল মিডিয়ায় অনেকে মন্তব্য করেছেন যে, গব্বর সিংয়ের রাগ এবং হিংস্রতা ফুটিয়ে তোলা বেশ কিছু দৃশ্য সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল। তবুও আমজাদ খানের অভিনয় গব্বর সিং চরিত্রকে কালজয়ী করে তুলেছে।

রমেশ সিপ্পির এই ওয়েস্টার্ন ঘরানার অ্যাকশনধর্মী সিনেমাটি শুধু বক্স অফিসে সফল হয়নি, বরং ভারতীয় চলচ্চিত্রের এক মাইলফলক হিসেবেও বিবেচিত হয়। ছবির সংলাপ, যেমন “কিতনে আদমি থে?”, আজও মানুষের মুখে মুখে ফেরে।

বলিউডে অ্যাকশন, সংলাপ, এবং গল্পনির্ভর সিনেমার ক্ষেত্রে ‘শোলে’ আজও এক অনন্য উদাহরণ।

আর পড়তে পারেন