৫ মে বাবিসাস অ্যাওয়ার্ড উপলক্ষে জরুরী মিটিং অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ
৫ মে বাবিসাস অ্যাওয়ার্ড উপলক্ষে জরুরী মিটিং অনুষ্ঠিত হয়েছে । এ সময় উপস্থিত ছিলেন বাবিসাস সভাপতি ও বাংলাদেশ অাওয়ামী সাংস্কৃতিক লীগ এর সভাপতি আবুল হোসেন মজুমদার, বাবিসাস অ্যাওয়ার্ডএ উদযাপন কমিটির যুগ্ম- আহ্বরায়ক, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগ এর সাধারণ সম্পাদক বিপ্লব শরীফ, বাংলাদেশের আলোচিত নৃত্য কোরিওগ্রাফার শিল্পী জাহিদ হোসেন রিংকু, কমেডিয়ান রফিক,খল অভিনেত্রী দীপা প্রধান,মডেল ফটোগ্রাফার লাভলী আক্তার নূপুর ও সাংস্কৃতিক লীগের কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান বাদল।