৯০০ কোটির ঘর ছাড়ালো শাহরুখের ‘পাঠান’
বিশ্বব্যাপী এখনও অব্যাহত রয়েছে শাহরুখের ‘পাঠান’ ঝড়। মুক্তির তিন সপ্তাহ পরেও বক্সঅফিসে অতীতের রেকর্ড ভেঙে নতুন দৃষ্টান্ত গড়েছে ছবিটি। রীতিমতো হাজার কোটির দরজায় কড়া নাড়ছে ‘পাঠান’।
ইতোমধ্যে ‘পাঠান’ মুক্তির ১৭তম দিনে এখন পর্যন্ত আয় করেছে ৯০০ কোটি রুপির বেশি। তবে দক্ষিণী ছবি ‘বাহুবলী’কে ছুঁতে এখনও ১০০ কোটির ঘর পারি দিতে হবে ‘পাঠান’কে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) পর্যন্ত ছবিটির ভারতে আয়ের সংখ্যাটা ছিল ৫৫৮.৪০ কোটি রুপি। ১৭তম দিনে বিদেশ থেকে আয় করেছে ৩৪২ কোটি। সব মিলিয়ে বর্তমানে ৯০১ কোটি ঘরে পা দিয়েছে শাহরুখের ‘পাঠান’। তবে শনিবার (১১ ফেব্রুয়ারি) প্রায় ১০ কোটি রুপির ব্যবসা করেছে ছবিটি।
বর্তমানে বলিউডে দ্বিতীয় ব্যবসায়িকভাবে সফল ছবি হিসেবে জায়গা করেছে ‘পাঠান’। প্রথম স্থানে রয়েছে নির্মাতা এসএস রাজামৌলির ‘বাহুবলী-২’। ভারতে এই ছবিটির হিন্দি ভার্সন ব্যবসা করেছিল ৫১০.৯৯ কোটিরুপি। ‘পাঠান’ আগামী কয়েক দিনেই ‘বাহুবলী-২’কে টপকে যেতে পারে ধারণা করছেন এর বিশ্লেষকরা।
যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের তালিকায় নতুন সংযোজন ‘পাঠান’। ছবির বিশেষজ্ঞরা আশা করছেন শাহরুখ-দীপিকার ‘পাঠান’ এমন রেকর্ড গড়বে যা পরবর্তীতে অতিক্রম করা অন্য ছবির পক্ষে অসম্ভব হয়ে পড়বে।