শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অশোকতলায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান দ্রব্যসহ ৫ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৫, ২০২৩
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের অশোকতলায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালান দ্রব্যসহ ৫ জন চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। উক্ত অভিযানে ৫ লক্ষ ৩৭ হাজার ১০০ পিস ভারতীয় আতশজবাজি, ১৭ হাজার পিস ভারতীয় মেহেদী, ১৮ হাজার পিস ভারতীয় চকলেট, ১ হাজার ২৮০ পিস ভারতীয় তেল, সাড়ে ৩ হাজার পিস ভারতীয় পাউডার, ৭২০ পিস ওডওয়ার্ডস গ্রিপ ওয়াটার উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ৪ ফেব্রুয়ারী রাতে অশোকতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া চোরাকারবারিরা হলেন, কুমিল্লার বরুড়া উপজেলার হরিপুর গ্রামের সুরুজ মিয়া’র ছেলে মোঃ সোহেল (২৮); চান্দিনা উপজেলার বরকড়ি গ্রামের আবুল কালামের ছেলে মোঃ আরমান (২৭), সদরের শাসনগাছা (মাষ্টারপাড়া) গ্রামের লিটন মিয়া’র ছেলে মোঃ রনি হোসেন (২৬), একই গ্রামের মোঃ মনির হোসেনের ছেলে এমরান হোসেন (২৪) এবং খাগড়াছড়ি জেলার গুইমারা থানার জালিয়াপাড়া গ্রামের মৃত. হযরত আলীর ছেলে মোহাম্মদ হোসেন (২৮)।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

আর পড়তে পারেন