বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অসহায় দুস্থ ও মেধাবী শতাধিক শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
মে ৭, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

বাগেরহাটে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অসহায় দুস্থ ও মেধাবী শতাধিক স্কুল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার (৬ মে) বিকেলে বাগেরহাট সদর উপজেলার উন্নয়ন তহবিলের অর্থায়নে মাধ্যমিক স্তরের ৪০টি বিদ্যালয়ের ১০৭ জন শিক্ষার্থীকে এ সাইকেল প্রদান করা হয়।

বাগেরহাট উপজেলা চত্বরে আয়োজিত বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ তানজিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন।

প্রধান অতিথি বলেন, বাই সাইকেল বাঙ্গালী জাতির ঐতিহ্য। পরিবেশ বান্ধব এ সাইকেল ব্যবহারে শিক্ষার্থীদের শারীরিক উৎকর্ষতা অর্জন হবে। তাই বাই সাইকেল ব্যবহারে শিার্থীদের আন্তরিক হতে হবে।

আর পড়তে পারেন