বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইউক্রেনে ৩ হাজার মিসাইল ছুঁড়েছে রাশিয়া

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৮, ২০২২
news-image

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেনের বিমান বাহিনী সোমবার দাবি করেছে, গত ২৪ ফেব্রুয়ারি কথিত বিশেষ অভিযান শুরু হওয়ার পর রাশিয়া ইউক্রেনে তিন হাজার মিসাইল ছুঁড়েছে।

এ ব্যাপারে ফেসবুকে বিমান বাহিনী বলেছে, আজ পর্যন্ত, শত্রুরা ইউক্রেনে বিভিন্ন ধরনের তিন হাজার মিসাইল ছুঁড়েছে। এগুলো হলো ক্রুস মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল, অপারেশনাল ট্যাকটিক্যাল মিসাইল। তাছাড়া তারা ছুঁড়েছে ওনেক্স মিসাইল।

অবশ্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ইউক্রেনের বিমান বাহিনীর এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

ইউক্রেনের বিমান বাহিনী আরও জানিয়েছে, সাম্প্রতিক সময়ে রাশিয়া সোভিয়েত আমলের পুরনো মিসাইল হামলার কাজে ব্যবহার করা শুরু করেছে।

এ ব্যাপারে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, শত্রুরা (রুশ সেনারা) ইউক্রেনের সামরিক ও বেসামরিক স্থাপনার ওপর সোভিয়েত আমলের এক্স-৫৯, এক্স-২২, এক্স-৩১ সহ অন্যন্য মিসাইলের ব্যবহার বাড়িয়ে দিয়েছে।

সাম্প্রতিক সময়ে শত্রুরা এস-৩০০ থেকে শুরু করে বিমান বিধ্বংসী মিসাইল দিয়ে স্থলে হামলা করা শুরু করেছে। এ মিসাইলগুলোর মূল কাজ হলো আকাশে অবস্থানরত লক্ষ্যবস্তুতে হামলা করা, যোগ করে ইউক্রেনীয় বিমান বাহিনী।

সূত্র: সিএনএন

আর পড়তে পারেন