শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতাঃ বৃষ বৃষ্টি

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৩, ২০২২
news-image

 

দেবব্রত ঘোষ:

তুমি প্রকৃতির অদ্ভুত এক সৃষ্টি
ছিলে তুমি মিষ্টি বৃষ্টি,
সবার ছিল তোমার দিকে দৃষ্টি ।।

আজ তুমি বদলে ফেলেছ তোমার গতি
বদলে গেছে তোমার প্রকৃতি,
বদলে গেছে তোমার আকৃতি ।।

তুমি না এসে দিয়েছ খরার যন্ত্রণা
যখন এসেছ সেজে গুজে হয়েছে প্রবল বন্যা।।

আষাঢ় আসে, বৃষ্টি নামে
ঝরে আর ঝরে, কখনও না থামে।
বাংলার বুকে তোমার বিচরণ
এটাই ছিল তোমার ধরণ।।

যখন তোমাকে সবচেয়ে বেশি চাই
কোত্থাও যেন খুঁজে না পাই।
যখন অযাচিত, তখন সদয় ঢেলে দাও,
ভাসাও পাহাড়-শহর, বাদ নাহি পরে গাঁও।।

জলে কিরণ বাষ্প হয়ে
আসমানে তোমার ঠাঁই,
বর্ষাকালে দগ্ধ তাপে
তোমার দেখা নাই।।

কৃষকের ফসল ফলা, জেলেদের মাছ
প্রেমিকের পথ চলা, বসেছে মরতে গাছ।
মানব কর্মে হয়েছ তুমি অতিষ্ঠ, রুষ্ঠ
প্রকৃতি উত্তপ্ত, তাই সবাই যন্ত্রণাক্লিষ্ট।।

আর পড়তে পারেন