বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কাতারের জাতীয় নির্বাচনে মিডিয়া পর্যবেক্ষক বাংলাদেশী সাংবাদিক

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১, ২০২১
news-image

 

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতারঃ

কাতারে আগামী ২ অক্টোবর অনুষ্ঠিত হবে জাতীয় আইনসভা (শুরা কাউন্সিল) নির্বাচন। কাতারজুড়ে ৩০ আসনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মিডিয়া পর্যবেক্ষক হিসেবে থাকছেন প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ইউসুফ পাটোয়ারী লিংকন ও কাজী মোঃ শামিমসহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।

এবারের এই প্রথম জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন মোট ২৮৪ জন প্রার্থী। এঁদের মধ্যে আছেন ২৮ জন নারী।কাতারের আইনসভায় মোট ৪৫ টি আসন রয়েছে। ৩০টি আসনে নির্বাচন হওয়ার পর বাকি ১৫ আসনের সদস্য মনোনীত করবেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি।

সবচেয়ে বেশি প্রার্থী লড়ছেন ২০ নং আসন থেকে। এই এলাকায় মোট প্রার্থী ২১ জন এবং এঁদের মধ্যে নারীর সংখ্যা ৩ জন।

আর ২২ নং আসনে আছেন ২০ জন প্রাথী, এঁদের মধ্যে ৫ জন নারী।

একজন মাত্র প্রার্থী আছেন ৫ নং আসনে। ইতোমধ্যে তিনি নিজের আসন নিশ্চিত করেছেন শুরা কাউন্সিলে।

কাতারে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য এই জাতীয় নির্বাচন ঘিরে নাগরিকদের মধ্যে আনন্দময় উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে।

আর পড়তে পারেন